বাড়ি তৈরীতে ডাচ বাংলা ব্যাংকের লোন
বাড়ি তৈরীতে ডাচ বাংলা ব্যাংকে 11% ও টেক ওভার লোনে 11.5% শতাংশ সুদে ২ কোটি টাকা পর্যন্ত লোন!
মূলবৈশিষ্ট্য: সর্বনিম্ম অর্থের পরিমাণ ২০০০০০ টাকা, সর্বোচ্চ অর্থের পরিমাণ ২০০০০০০০ টাকা। দ্রুত ও সহজ প্রক্রিয়া। প্রসেসিং ফি : ০.৫%
অনুমোদনের সময়কাল: আবেদনের পর পর্যালোচনা এবং ঋণ মঞ্জুর করার জন্য ১/২ মাস দিন কর্মদিবস নিবে।
পরিশোধের মেয়াদ : ৫ থেকে ২৫ বছর ।
- নথিপত্র যা লাগবে:
- ছবি আইডি কার্ড
- টিআইএন
- ভিজিটিং কার্ড
- বিদ্যুৎ বিলের কপি
- জামিনদার এর আইডি কার্ড ও ছবি
- এক বছরের ব্যাংকহিসাব বিবরণী
- সাইট ভিজিট রিপোর্ট, ইনকাম রিপোর্ট
- কোন ঋণ নিয়ে থাকলে সেটার মঞ্জুরীপত্র ও ঋণ পরিশোধ বিবরণী
- সহজামানতের কাগজপত্র
- মালিকানা দলিল ও বায়া দলিল
- পর্চাসমূহ
- হালনাগাদ খাজনা রশিদ
- নামজারী
- ডিসিআর
- মৌজাম্যাপ
- মিউনিছিপ্যাল খাজনা রশিদ
- গৃহ নকশার অনুমোদিত কপি
- ইঞ্জিনিয়ার কর্তৃক গৃহ নির্মান খরচের তালিকা।
- প্রবেশ রাস্তাসহ সহ জামানাতের ছবি ।
- যার কাছ থেকে সম্পত্তি কেনা হবে তার পরিচয়পত্র ও সকল তথ্যাদি।
ফ্ল্যাট কেনার ঋণের জন্য অবশ্য কাগজপত্র কম লাগে।
এ জন্য ফ্ল্যাট ক্রেতা এবং ডেভেলপারের সঙ্গে সম্পাদিত ফ্ল্যাট ক্রয়ে রেজিস্ট্রি করা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি ।
জমির মালিক ও ডেভেলপারের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি,
অনুমোদিত নকশা ও অনুমোদনপত্রের সত্যায়িত ফটোকপি
ফ্ল্যাট কেনার রেজিস্ট্রি করা বায়না চুক্তিপত্রের মূল কপি এবং বরাদ্দপত্র লাগবেই।
যোগাযোগঃ
ইউসুফ আলী
০১৭২৩৫৪২০৫৫

0 Comments