এক অপূর্ব সুন্দরী নারী
এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব!!
কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল, তারাতারি আমাদের বিবাহ দিয়ে দিন।
কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল।
আরে বেটা কৃষক , তুই তো এই নারীর উপযুক্তই না, আমি বিবাহ করিব!!!
কৃষক আর কাজীর মধ্যে ঝগরা লেগে গেল। এক পর্যায়ে কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে। নারীর সৌন্দর্য দেখে সে নিজেও পাগল!!!
বাদশাহ বললেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য। আমিই একমাত্র যোগ্য তাই বিবাহ আমি করব!!
তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করবে???
নারী সিদ্ধান্ত দিলো, যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করবো।
নারী দৌড় দিলো, তার পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল।
তার কিছুদুর পর একই অবস্থায় কাজীও মারা গেল।
বাদশাহ নারীকে বলেন, এখন তো আমি একা, চল বিবাহ করি।
তবুও নারী বলল, না আমাকে দৌড়ে ধরতে হবে।
তখন বাদশাহ বলেন; হে নারী দাড়াও, বল তুমি আসলে কে??
নারী তখন বলে আমি হলাম দুনিয়া, আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ, আর লোভলালসা।
আমার পিছনে যে দৌড়াবে, সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না!!!
উপসংহারঃ- বস্তুত দুনিয়ার জীবন একটি খেলা ও মন ভুলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো ততক্ষন যতক্ষন বেঁচে থাকা আমাদের জন্য কল্যানকর।
আর তুমি আমাদের মৃত্যু দিও তখন, যখন মৃত্যু আমাদের জন্য কল্যাাণকর।
আমিন

0 Comments