ব্যাংকার ও গ্রাহকের কথোপকথন 

এ বিষয়ের উপরে মজার ভিডিওটি দেখতে ছবির উপরে ক্লিক করুন


ব্যাংকের একজন গ্রাহক একটা চেক জমা দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে প্রশ্ন করলো: আচ্ছা ভাই আমার এই চেকের টাকা জমা হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকতে কতদিন লাগবে?

ব্যাংকার: ২ দিন লাগবে ভাই।

গ্রাহক: কেন ভাই? ব্যাংক দুটো তো খুব কাছাকাছি, রাস্তার এপার আর ওপার, তাহলে এত সময় লাগবে কেন?

ব্যাংকার: ক্লিয়ারেন্স-এর কিছু প্রক্রিয়া আছে, তাই একটু সময় লাগবে।

গ্রাহক: ঠিক বুঝলাম না, এত কাছাকাছি ব্যাংক হওয়া সত্ত্বেও দুই দিন সময় লাগবে?

ব্যাংকার: বুঝলেন না! তাহলে শোনেন। ধরেন যে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি গোরস্থানের কাছে মারা গেলেন, তাহলে কি লোকজন আপনাকে সঙ্গে সঙ্গে ওই গোরস্থানে নিয়ে কবর দিয়ে দিবে? না কি প্রথমে হাসপাতালে নিয়ে যাবে, মারা গেছেন কি না ডাক্তার তা পরীক্ষা করে দেখবে, পুলিশ রিপোর্ট হবে, পোস্ট মর্টেম হবে, আপনার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে, পরিবার আর আত্মীয়-স্বজন-বন্ধুরা মিলে কান্নাকাটি হবে, জানাজা হবে, ওদিকে কবর খোড়া হবে, তারপর গোরস্থানে নিয়ে লাশ দাফন করা হবে, তাই না?

গ্রাহক: ভাই আপনি কি একজন ব্যাংকার না আজরাইলের লাইভ বিজ্ঞাপন?

ব্যাংকার: কেন কেন?

গ্রাহক : যে ভয়াবহ উদাহরণ দিলেন, চোখের সামনে তো হাশরের ময়দান দেখতে পাইতেছি। আমি সাত দিনেও টাকা নিতে আসব না। আর এখন দেখতেছি যে শুধু টিভিতে না, শুধু মোবাইলে না, সব জায়গাতেই বিজ্ঞাপন, আজকাল বিজ্ঞাপনে বাজার দখল করে নিয়েছে। ঠিক আছে ভাই আজকে আসি তাহলে। আসসালামু আলাইকুম।